How To Add LazyLoad Google Adsense Code In Blogger Website
হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে সেয়ার করব " কিভাবে লেজিলোড গুগল এডসেন্স ব্যবহার করবেন ব্লাগারে " (How to Lazyload AdSence Ads In Blogger Website) তো চল কথা না বাড়িয়ে আজকের ব্লাগ পোস্টটি শুরু করা যাক।
গুগল লেজিলোড এডসেন্স কি?
What is Lazyloading Adsence?
Google AdSence Lazyload বলতে একটি JavaScript কোর্ডকে বুঝানো হয়েছে। আর! এই কোর্ডটি শুধুমাত্রই ব্লাগার ওয়েব সাইটের জন্য তৈরি করা হয়েছে। এটা একটা কোর্ডিং মাত্রই। আমরা ব্লাগার Layout এ যখন JavaScript কোর্ডের অপসান এডকরে, Google Adsence এর কোর্ড এড করি। এটাই ঠিকই সেম কোর্ড গুগল এডসেন্স বিঙ্গাপনের জন্য। আশাকরি, গুগল লেজিলোড এডসেন্স কি? বুঝতে পেরেছেন।
গুগল লেজিলোড এডসেন্স ব্যবহারের উপকারিতা
Google AdSence Lazyload Code ব্যবহার করলে, আপনার সবচেয়ে যেটি উপকার হবে। সেটি হল, আপনার ব্লাগের পেজ স্পিড ৯৮-৯৯ হবে। আপনারা, অনেক সময় খেয়াল করবেন গুগল এডসেন্স এর বিঙ্গাপনের অরজিনাল কোর্ড ব্যবহারের ফলে, ওয়েবসাইটের স্পিড কমে যায়। বিশ্বাস না করলে, আপনি লেজিলোড এডসেন্স কোর্ড ব্যবহার করে দেখেন। যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। তেমনি, আপনার পেজ স্পিড বেড়ে যাবে ব্লাগারে।
আপনাদের যদি, বিশ্বাস না হয়। তাহলে, আপনারা আমাদের টাইমসট্রিক ডট কম (TimesTrick.Com) সাইটের পেজ স্পিড চেক করতে পারেন। আশাকরি, বুঝাতে পেরেছি, Lazyload AdSence ব্যবহারের ফলে কি উপকার পাবেন।
কিভাবে ব্লাগারে লেজিলোড এডসেন্স কোর্ড ব্যবহার করবেন
How To Add Lazyload Adsence In Blogger
Lazyload AdSence ব্লাগারে ব্যবহার করার জন্য, নিচের স্টেপ গুলো ফলো করুন।
- প্রথমে, ব্লাগারের ডেসবোর্ডে চলে যাবেন, তারপর Theme অপসানে একটা ক্লিক করবেন।
- দ্বিতীয়, আপনার ব্লাগারের থিমটা ব্যাকআপ করে নিবেন। কারন, আপনি যখন কোর্ড ব্যবহার করবেন। তখন আপনার ভূল হতে পারে। এইজন্য, ব্লাগারের থিম কাস্টমাইজেশন করার আগে, থিম ব্যাকআপ দিয়ে নিবেব। নিজের ব্লাগারের থিম কাস্টমাইজেশন সেফটিরর জন্য।
- তৃতীয়, আপনার সাইটে যতগুলো, Google Adsence এর কোর্ড আছে। সেই সব গুলো কোর্ড রিমুভ করে নিবেন।
- চতুর্থ, নিচের কোর্ডটি আপনার ব্লাগার ওয়েবসাইটের থিমে Head Tag এ বসাবেন। এখন, এই কোর্ড থেকে আপনার Google Adsence এর Publisher ID টি পরিবর্তন করে নিবেন এবং নিজের Adsence একাউন্টের Publisher ID টি কপি করে, আমাদের দেওয়া কোর্ডটির থেকে পরিবর্তন করে নিবেন।
- Code Here
- পঞ্চম, আপনার ব্লাগার থিমটি কাস্টমাইজড করা হয়ে গেলে, ডান সাইটে সেভে ক্লিক করে সেভ করে নিবেন। এখন, আপনার সাইটে Lazyload Adsence ব্যাবহার করা হয়ে গেল। আপনি Adsence এর Auto Ads On করলে হয়ে যাবে।
এখন, যদি আপনি মেনুয়ালি Google Adsence Code ব্যবহার করতে চান। তাহলে, আপনাকে আরো একটি ছোট কাজ করতে হবে।
শেষকথাঃ কোন কিছু বুঝতে, অসুবিধা হলে, কমেন্ট করুন।