How To Check Blogger Website Page Speed Test & Insights

হ্যালো, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশাকরি সকলেই ভালো আছেন। আজকে আমি, আপনাদের সাথে সেয়ার করব " ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করার উপায় " এটা খুবই গুরুত্বপূর্ন আপনার ওয়েবসাইটের জন্য। কারন, আপনার সাইটেরর স্পিড যদি স্লো থাকে। সেক্ষেত্রে আপনার সাইটের ভিজিটর দের নানান রকম সমস্যা হতে পারে। যেমনঃ সাইটে ভিজিট করতে যেয়ে ও, সাইটে ভিজিট না করা। কারন, সাইট স্লো এখন ক্লিক করলে, ১০-২০ সেকেন্ড পর সাইটে প্রবেশ করছে।
How To Check Blogger Website Page Speed Test & Insights
এছাড়া, মনে করেন একটা পোস্ট থেকে অন্য একটা পোস্টে ভিজিট করার জন্য, ১০-২০ সেকেন্ড লাগছে। এতে করে ভিজিটরদের সময়ের অপচয় হচ্ছে। এক সময় ভিজিটর সাইটাকে ইগনোর করতে শুরু করছে।

ওয়েবসাইটের স্পিড কমে যাওয়ার কারন কি?

ওয়েবসাইটের স্পিড কমে যাওয়ার কয়েকটি সমস্যা রয়েছে। এই সমস্যা গুলোর মধ্যে কয়েকটি মেইন মেইন সমস্যা নিয়ে আলোচনা করিঃ
  • Google Analytics Code
  • Google Adsence Code
  • Free Blogger Templates & Themes 
প্রথম, দুটি সবচয়ে বড় সমস্যা ব্লাগার ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যাওয়ার জন্য। কারন, আপনি এই কোর্ড গুলো যদি অরজিনাল কোর্ড ব্যবহার করেন। তাহলে, আপনার ব্লাগার ওয়েবসাইটের পেজ স্পিড ৭০% এর নিচে কমে যায়। বিশ্বাস না করলে, কিছু করার নাই। নিজে একটু ঘোটাঘুটি করুন সবকিছু বুঝতে পারবেন। আর! বাকি থাকল ব্লাগার টেমপ্লেটের কথা। আমি নিচে একটি ব্লাগার টেমপ্লেটের ডাওনলোড লিংক দিব, পারলে। আপনার ব্লাগার ওয়েবসাইটের জন্য টেমপ্লেট টি ব্যবহার করবেন। যেটা আমি, TimesTrick.Com ব্লাগারে ব্যবহার করি।

আরো জানুনঃ

কিভাবে ওয়েবসাইটের স্পিড চেক করবেন?

ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য বিভিন্ন টুল, অনলাইন ওয়েবসাইট ও প্লাগিন রয়েছে। তো আমরা যেহেতু, ব্লাগার সাইটের কথা বলছি। এখানে নাতো কোন টুল আছে, নাতো কোন প্লাগিন রয়েছে। একটা বাদ থাকল, অনলাইন ওয়েবসাইট। আপনারা " ব্লাগার ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করতে " পারেন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা এই ওয়েবসাইটে (pagespeed.web.dev) ক্লিক করে সাইটে প্রবেশ করুন। তারপর সার্চবারে, নিজের সাইটের লিংক পেস্ট করুন অথবা টাইপ করে ব্লু Analyze বাটনে ক্লিক করুন। এবার, ১০-১৫ সেকেন্ড ওয়েট করুন। নিচের ছবির মত, যে কোন ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করতে পারবেন।
ছবির প্রথমে, লম্বা একটা কোর্ড দেখতে পাচ্ছেন, ওটা একটা সার্চবার। এখানে, আপনার সাইটের এড্রেসটা টাইপ করবেন। তারপর, লাল তীর চিন্হ অপসানে একটা ক্লিক করবেন। তারপর, যেখানে সবুজ রং এর ৯৯ লেখা দেখছ। এটাই ওয়েবসাইটের স্পিড। তো, এখন থেকে আপনি বা আপনারা যে কোন ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করতে পারবেন। উপরের স্কিনসর্ট টি  TimesTrick.Com ওয়েবসাইটের।

আরো জানুনঃ
#Best Keyword For This Post
  • gtmetrix
  • google page speed test
  • pagespeed insights
  • pingdom speed test
  • web page test
  • Google speed test
  • Website speed test free
  • Mobile friendly Test
  • Pingdom tools
  • Best website speed test tools

শেষকথাঃ যদি আজকের ব্লাগ পোস্টটি আপনার কাছে ভালো লাগে। তাহলে, আপনার বন্ধুদের কাছে সেয়ার করার অনুরোধ রইল। এছাড়া যে, চারটা লিংকআপ পোস্ট রয়েছে। সে গুলো অবশ্যই পড়বেন। তাহলে, সমস্যার সমাধান পাবেন। আর! যদি কোন কিছু বুঝতে, অসুবিধে হয়। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url