Realme 9 Price in Bangladesh & Full Specifications

হাই, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশিকরি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব " Realme 9 " নিয়ে।
ফোনটি ইতিমধ্যে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এখন ফোনটির দাম  এখন বাজারে একটু বেশি। কিছুদিন অপেক্ষা করুন হয়ত বা, মোবাইল ফোনটির দাম একটু হলে ও কমবে।

Realme 9 Price In Bangladesh

Realme 9 স্মার্ট ফোনটি মার্কেটে লঞ্চ হয়েছে (2022, April 12) তারিখে। Realme এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে। বাংলাদেশে ফোনটির Official ভাবে পাওয়া যাচ্ছে। এজন্য এই ফোনটার প্রাইস Official ভাবে নির্ধারন করা হয়েছে।

Official Price:
৳21,990 (8/128 GB)

Realme 9 Full Specifications

Realme 9 ফোনটিতে রয়েছে তিনটি ক্লালার Sunburst Gold, Stargaze White, Meteor Black তো আমার এই তিনটি ক্লালার থেকে সাদা ক্লালারটা বেশি পচ্ছন্দ হয়েছে। মোবাইলটিতে থাকছে, 2G, 3G, 4G সাপোর্ট। থাকছে না, কোন 5G সাপোর্ট। এছাড়া, ফোনটিতে রয়েছে, Dual ন্যানো সিম। মোবাইলটির ওজন রয়েছে ১৭৮ গ্রাম। যেটা প্রতিদিন ব্যবহারের জন্য খুবই ভালো হবে না। ফোনটির ডিসপ্লে ৬.৪ ইঞ্চি।

এছাড়া ফোনটিতে থাকছে Super AMOLED capacitive touchscreen, 16M colors ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেটি প্রটেকশনেরর জন্য Corning Gorilla Glass 5 থাকছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 1080 x 2400 pixels, 20:9 ratio (~411 ppi density) আমার কাছে ডিসপ্লেটি সবচেয়ে ভাল লেগেছে। এছাড়া থাকছে, 90Hz, 430 nits (typ), 1000 nits (peak) ব্রাইটনেস। এবার, 3.5 MM Jack থাকছে, এই স্মার্টফোনটিতে। এটা আমার খুবই ভালো লেগেছে।

তো বন্ধুরা, এবার চলেন ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি। কারন, ক্যামেরাটা বেশি গুরুত্বপূর্ন আমাদের কাছে। পিছনের মেইন ক্যামেরা 108 MP, f/1.8, 26mm (wide), 1/1.67", 0.64µm, Dual Pixel PDAF 8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4", 1.12µm
2 MP, f/2.4, (macro) রয়েছে। মেইন ক্যামেরার কয়েকটি ফিচার LED flash, HDR, panorama
HDR রয়েছে। এছাড়া, পিছনের মেইন ক্যামেরা দিয়ে, 1080p@30fps দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার, সেলফি ক্যামেরা 16 MP, f/2.5, 26mm (wide), 1/3.09", 1.0µm রয়েছে। F/HDR, panorama সাপোর্ট করে সেলফি ক্যামেরাই। সেলফি ক্যামেরা দিয়ে, 1080p@30fps রেকর্ড করতে পারবেন।

এবার কথা বলব, মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় নিয়ে। বিষয়টা হলো, মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি টাইপ হল - Li-Po 5000 mAh, non-removable। ফোনটি হেবি ইউজ করলে, ৭-৮ ঘন্টা ব্যবহার করা যাবে। এছাড়া, আপনারা Fast charging 33W, (50% in 31 min, 100% in 75 min), (advertised) সাপোর্ট ও পাচ্ছেন।

Realme 9 Operating System

ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে, Android 12, Realme UI 3.0। ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করেছে, Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm)। এছাড়া ফোনটির CPU হিসাবে, Octa-core (4x2.4 GHz Kryo 265 Gold & 4x1.9 GHz Kryo 265 Silver) রয়েছে। এছাড়া, ফোনটির GPU হিসাবে, Adreno 610 রয়েছে। আপনাদের এই ফোনটি গেমিং এর জন্য খুবই একটা ভালো হবে না। নরমল গেম গুলো খুবই ভালমতো খেলতে পারবেন। রিয়েলমি নাইন ইন্ডিয়ান প্রাইস ফোনটির ১৮,৯৯৯ রুপি।

শেষকথাঃ মোবাইল ক্রয় করার আগে ১০০ বার ভাববেন। ক্রয় করার পর ভেবে কিন্তু কোন লাভ নায়। আর! অফিয়াল আনঅফিসিয়াল চেক করবেন অবশ্যই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url