Samsung Galaxy A73 5G Price in Bangladesh & Full Specifications
হাই, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশিকরি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব " Samsung Galaxy A73 5G " নিয়ে। ফোনটি ইতিমধ্যে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এখন ফোনটির দাম এখন বাজারে একটু বেশি। কিছুদিন অপেক্ষা করুন হয়ত বা, মোবাইল ফোনটির দাম একটু হলে ও কমবে।
Samsung Galaxy A73 5G Price In Bangladesh
Samsung Galaxy A73 5G স্মার্ট ফোনটি মার্কেটে লঞ্চ হয়েছে (April 22, 2022) তারিখে। এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে ফোনটির Official ভাবে পাওয়া যাচ্ছে। এজন্য এই ফোনটার প্রাইস Official ভাবে নির্ধারন করা হয়েছে।
Official Price:
৳59,499 (8/256 GB)Samsung Galaxy A73 5G Full Specifications
Samsung Galaxy A73 5G ফোনটিতে রয়েছে তিনটি ক্লালার Gray, Mint, White তো আমার এই তিনটি ক্লালার থেকে সাদা ক্লালারটা বেশি পচ্ছন্দ হয়েছে। মোবাইলটিতে থাকছে, 2G, 3G, 4G এবং 5G সাপোর্ট। এছাড়া, ফোনটিতে রয়েছে Hybrid Dual ন্যানো সিম। মোবাইলটির ওজন রয়েছে ১৮১ গ্রাম। যেটা প্রতিদিন ব্যবহারের জন্য খুবই ভালো হবে। ফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চি। এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে।
এছাড়া ফোনটিতে থাকছে Super AMOLED Plus Touchscreen ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেটি প্রটেকশনেরর জন্য Corning Gorilla Glass 5 থাকছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন Full HD+ 1080 x 2400 pixels (393 ppi) আমার কাছে ডিসপ্লেটি সবচেয়ে ভাল লেগেছে। থাকছে না কোন, 3.5 MM Jack এটা এখনকার সময় একটা ঝামেলা বলে আমার মনে হচ্ছে।
তো বন্ধুরা, এবার চলেন ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি। কারন, ক্যামেরাটা বেশি গুরুত্বপূর্ন আমাদের কাছে। পিছনের মেইন ক্যামেরা Quad 108+12+5+5 Megapixel রয়েছে। মেইন ক্যামেরার কয়েকটি ফিচার PDAF, LED flash, f/1.8, OIS, ultrawide, macro, depth & more রয়েছে। এছাড়া, পিছনের মেইন ক্যামেরা দিয়ে, Ultra HD 4K (2160p), gyro-EIS দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার, সেলফি ক্যামেরা 32 Megapixel রয়েছে। F/2.2, 1/2.8″, 0.8µm, HDR & more সাপোর্ট করে সেলফি ক্যামেরাই। সেলফি ক্যামেরা দিয়ে, Ultra HD 4K (2160p) রেকর্ড করতে পারবেন।
এবার কথা বলব, মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় নিয়ে। বিষয়টা হলো, মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি টাইপ হল - Lithium-polymer 5000 mAh (non-removable)। ফোনটি হেবি ইউজ করলে, ৭-৮ ঘন্টা ব্যবহার করা যাবে। এছাড়া, আপনারা 25W Fast Charging সাপোর্ট ও পাচ্ছেন।
Samsung Galaxy A73 5G Operating System
ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে, Android 12 (One UI 4.1)। ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করেছে, Qualcomm Snapdragon 778G 5G (6 nm)। এছাড়া ফোনটির CPU হিসাবে, Octa core, up to 2.4 GHz রয়েছে। এছাড়া, ফোনটির GPU হিসাবে, Adreno 642L রয়েছে। আপনাদের এই ফোনটি গেমিং এর জন্য খুবই ভালো হবে।
শেষকথাঃ মোবাইল ক্রয় করার আগে ১০০ বার ভাববেন। ক্রয় করার পর ভেবে কিন্তু কোন লাভ নায়। আর! অফিয়াল আনঅফিসিয়াল চেক করবেন অবশ্যই।