এসএসসি সমমান পরিক্ষার নতুন রুটিন প্রকাশের তারিখ

SSC Exam 2022 Routine PDF Published by Education Board of Bangladesh

দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রিত  হলেই চলতি বছরের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বন্যা কমলে আগামী এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যম এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমে গেছে। কারন, করোনার সময় অনেকেই লেখাপড়ার সুযোগ পাইনি। এছাড়া অনেকেই দারিদ্র্যতার কারনে, ও পরিক্ষাদিতে পারে নি। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ডের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়ার কথা।

আর! এসএসসি সমমান পরিক্ষার রুটিন প্রকাশিত হওয়া মাত্রই। আপনাদের কাছে সেয়ার করব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url