TimesTrick VPN Pro | Best VPN For Free Fire and Pubg Mobile
TimesTrick VPN Pro | Best VPN For Free Fire and Pubg Mobile - আজকে আমরা আলোচনা করবো জনপ্রিয় কয়েকটি ভিপিএন নিয়ে। এছাড়া এই ভিপিএন গুলো ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলার জন্য খুবই ভালো পিং প্রভাইড করবে।
বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলি। আমরা কিন্তু! ভিপিএন ছাড়া এই গেম দুটি খেলতে পারি না। কারন, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ফ্রি ফায়ার এবং পাবজি গেম দুটিকে ব্যান করা হয়েছে।
Best Vpn For Free Fire 2022
আজকে আমি কয়েকটি জনপ্রিয় ভিপিএন নিয়ে আলোচনা করবো। এই গুলো ব্যবহার করে, আমি অনেক উপকার পেয়েছি। বিশ্বাস না হলে, আপনি ও ট্রাই করে দেখতে পারেন। আজকের এপটির নাম হল, TimesTrick VPN Pro এটি খুবই অল্প কয়েক এমবি এপস। আপনারা এই এপটি দিয়ে খুবই সহজে ফ্রি-ফায়ার গেমটি খেলতে পারবেন। এছাড়া আপনি পিং পাবেন ৭০-৮০ ভিতরে। আর! একটা কথা বলে রাখি, নেট যত ভালো পাবে তত কম পাবেন। আর! এই এপটা প্লেস্টোরে পেয়ে যাবেন।
How To Download Best Free Fire VPN 2022
এবার আসি, Google Play Store এ হাজার হাজার VPN এপস থাকার পরে। কেন, আমরা এই এপটির রিভিউ করছি। অনেকেই ভাবতে পারেন হয়ত, এপটির স্পন্সর করছি। এটা কিন্তু! সম্পূর্ন ভূল ধারনা। আমি যদি কোন কিছু থেকে উপকার না পাই। আমি কিন্তু সেই জিনিসের কদর করি না। আর! এই এপটির গুগল প্লেস্টোরে রেটিং রয়েছে 4.5 স্টার। এছাড়া! অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে 500K+ মানুষ ইনস্টল করেছেন। বিশ্বাস না হলে, নিজেরা সার্চ করে দেখতে পারেন। আর! হ্যাঁ। সবচেয়ে একটা ব্যাপারে ভালো লেগেছে, এই এপটির ভিতরে কোন Google Ads নেই। এইজন্য এই এপটিকে সাজেস্ট করেছি। কিন্তু, কিছুদিন পর হয়ত বিঙ্গাপন দেখাতে পারে। আর! অ্যাপটি ও খুবই কম এমবির। অ্যাপটি ৫-৬ এমবির মত।
আপনি যদি, FREE FIRE গেমটি খেলেন। তাহলে, আপনাকে SINGAPORE সার্ভারটা কানেক্ট করতে হবে। এর ফলে, আপনার গেমের পিং আরো ভালো হবে। আর! আপনানি যদি PUBG গেমটি খেলেন। তাহলে, যে কোন একটি সার্ভার কানেক্ট করতে পারেন। TimesTrick VPN Pro - ইনস্টল করুন এখুনি।
Top 10 Free Fire and Pubg VPN List 2022
আপনারা হয়ত অনেক VPN ট্রাই করেছেন। কিন্তু! প্লে স্টোরের বেশির ভাগ ভিপিএন এ প্রচুর পরিমানে বিঙ্গাপন দেখায়। এতে করে, অনেক সময় বিভিন্ন কারনে, গেমে প্রবেশ করতে ২-৩ মিনিট সময় লেগে যায়। এটা খুবই বাজে একটা গেমারের জন্য। যখন, মনে করেন। আপনার বন্ধু আপনার সাথে গেম খেলবে। আপনাকে মোবাইল করে বলল বন্ধু গেমে আস একসাথে গেম খেলব। তখন, যদি আপনার গেমে প্রবেশ করতে, ২-৩ মিনিট সময় লাগে। এটা তো মেনে নেওয়া যাইনা। তাই, আপনাদের জন্যই এটাই দেখা, আমার সেরা ভি.পি.এন।
শেষকথাঃ আপনি যদি ইউটিইব থেকে এই পোস্টটিতে আসেন। তাহলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কোন কিছু বুঝতে, অসুবিধাদায়ক মনে হলে। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।