বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৩ | Bkash Cash Out Charge

বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৩ | Bkash Cash Out Charge - বিকাশ মাধ্যমে যারা লেনদেন করেন। তাদের ভিতরে, অনেকেই জানেন না। বিকাশে ১ হাজার টাকা ক্যাশ আউট করলে, বিকাশ কত টাকা চার্জ কাটে।
Bkash Cash Out Charge
Bkash Cash Out Charge
সো, হ্যালো বন্ধুরা। আমি বিরেশ আছি, আপনাদের সাথে। আমি আজকে আলোচনা করব। বিকাশ ক্যাশ আউট চার্জ নিয়ে। তো চল কথা না বাড়িয়ে, শুরু করা যাক।

বিকাশ ক্যাশ আউট চার্জ

বিকাশে আপনি দুইটি পদ্ধতিতে ক্যাশ আউট করতে পারবেন। একটি হল, বিকাশ অ্যাপ থেকে এবং অন্যটি হলো *247# ডায়াল করে।

বিকাশ অ্যাপ ক্যাশ আউট চার্জ

আপনি যদি, বিকাশ অ্যাপ অথবা *247# থেকে ক্যাশ আউট করেন। তাহলে, ১৮.৫০ পয়সা খরচ হবে, প্রতি ১ হাজার টাকায়। কিন্তু, আপনি যদি, হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করতে চান। তাহলে, বিকাশ অ্যাপটিতে প্রিয় এজেন্ট নাম্বার যোগ করতে হবে। আর, প্রিয় এজেন্ট নাম্বারে, সর্বউচ্চ ক্যাশ আউট লিমিট ২৫০০০ হাজার টাকা পর্যন্ত ১৪.৯০ টাকা।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বর সেট করার নিয়ম

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন।
  • পিন দিয়ে লগিন করুন।
  • “ক্যাশ আউট” লেখায় ক্লিক করুন।
  • “হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করতে চাপুন” লেখায় ক্লিক করুন।
  • বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে নিচের দিকে থাকা “যোগ করুন” বাটনে ক্লিক করুন।
  • এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে চান, সেটি লিখুন বা সিলেক্ট করুন।
  • এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই উক্ত নাম্বার বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট হয়ে যাবে।
বিঃদ্রঃ - প্রতিমাসে একবার করে, প্রিয় এজেন্ট নাম্বারটা পরিবর্তন করতে পারবেন।

শেষকথাঃ আশাকরি, আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি, কোন কিছু বুঝতে অসুবিধে হয়, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url