স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩

 স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম | স্মার্ট কার্ড চেক করার নিয়ম | স্মার্ট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া | স্মার্ট কার্ড ডাওনলোড - হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব " স্মার্ট কার্ড ডাওনলোড " করার নিয়ম বা প্রক্রিয়া নিয়ে। আমাদের গুগল নিউজ ফলো করুন।

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩
স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩

আশাকরি, আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ন পড়লে। আপনি ও নিজের কিংবা বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী ও খালা-খালুর স্মার্ট কার্ড ডাওনলোড করতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম ২০২৩

স্মার্ট কার্ড চেক করার জন্য আপনাকে বাংলাদেশের নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনার জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন স্লিপের এর নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে।
  • প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/claim-account অথবা https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই সাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর টি প্রথম কোড এ বসান।
  • তারপর, জন্ম তারিখটা বসাবেন।
  • তারপর, ছবিতে প্রদর্শিত কোডটি টাইপ করে। সাবমিটে ক্লিক করুন।
  • তারপর, হয়ত একটি মোবাইল নম্বর যোগ করতে বলবে। কিংবা আপনি যখন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। তখন যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন। মোবাইল নম্বরটা যাচাই করতে বলবে।
  • তারপর, একটি ইউজার নম্বর এবং একটি পাসওয়াড সেট করতে হবে। এই Username এবং Password টি সেভ করে রাখুন। এবার, আপনার কাজ শেষ। চলুন পরবর্তী কাজ শুরু করা যাক।

স্মার্ট কার্ড ডাওনলোড করার নিয়ম ২০২৩

এরপর, স্মার্ট কার্ড ডাওনলোড করার জন্য আপনাকে আগে বলেছিলাম ইউজার নেম এবং পাসওয়াডটা সেভ করে রাখুন কিংবা খাতায় লিখে রাখুন।
  • প্রথমে, ইউজার নেমটা দিতে হবে।
  • দ্বিতীয়, পাসওয়াডটা দিতে হবে।
  • তারপর, ছবিতে প্রদর্শিত কোডটি টাইপ করে। লগইনে ক্লিক করুন।

লগইন করার পর, আপনি উপরের কাটুর্ন ছবিটির ওখানে নিজের ছবিটি দেখতে পাবেন। এবং নিচে ঠিকানা দেখতে পাবেন। তারপর, সর্বশেষ ডাওনলোড (জাতীয় পরিচয়পত্র ডাওনলোড করুন) অপসানে ক্লিক করলে, NID ONLINE COPY DOWNLOAD হয়ে যাবে।

Nid Wallet অ্যাপ দিয়ে স্মার্ট কার্ড ডাওনলোড করার নিয়ম

এই নিয়মটি যদি কাজে না দেয় তাহলে, একাউন্ট রেজিস্টার এর প্রথম নিয়মটা করার পর, আপনাকে একটি QR Code দিতে পারে। QR কোডটি স্কান করতে হবে, Nid Wallet অ্যাপটি দিয়ে। অ্যাপটি Google Playstore অথবা Appstore এ পেয়ে যাবেন। তারপর, আপনাকে আপনার নিজের ফেস দিয়ে কিংবা যার আইডি কার্ড তার নিজ ছবি লাইভ দিতে হবে। যেমনটা বিকাশ, নগদ একাউন্ট খোলার সময় দিতে হয়।

শেষকথাঃ আশাকরি, বিষয়টা বুঝতে পেরেছেন। আর! যদি কোন কিছু বুঝতে অসুবিধে হয়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরাকম নতুন নতুন টিপস পেতে, AjkerWorld.Com প্রতিদিন ভিজিট করুন। ভালো লাগলে বন্ধুদের কাছে সেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url