লেজিলোড এডসেন্স ব্যবহারের নিয়ম | How to Lazyload AdSense Ads in Blogger

লেজিলোড অ্যাডসেন্স ব্যবহারের নিয়ম | How To Adsence Lazy Load Ads In Blogger - হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলে ভালো আছেন। আমি আজকে " অ্যাডসেন্স লেজিলোড ব্যবহারের নিয়ম " নিয়ে আলোচনা করব।

লেজিলোড অ্যাডসেন্স ব্যবহারের নিয়ম
লেজিলোড অ্যাডসেন্স ব্যবহারের নিয়ম

লেজিলোড অ্যাডসেন্স ব্যবহারের উপকারিতা

অ্যাডসেন্স লেজিলোড ব্যবহারের উপকারিতা - লেজিলোড অ্যাডসেন্স ব্যবহার করার ফলে, আপনার ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড আগের অবস্থায় থাকবে। ওয়েবসাইটের স্পিড সঠিক ভাবে বাড়ানোর এটা সঠিক একটি উপায়। আপনারা যারা ব্লগিং করেন, তারা অনেকেই এই বিষয় জানেন না। ওয়েবসাইটের স্পিড যত ভালো থাকবে,  SEO জন্য ভালো হবে।

লেজিলোড অ্যাডসেন্স  ব্যবহারের নিয়ম

অ্যাডসেন্স লেজিলোড ব্লাগারে ব্যবহার করার জন্য, নিচের স্টেপ গুলো ফলো করুন।

  • প্রথমে, ব্লাগারের Dashboard এ চলে যাবেন, তারপর Template অপসানে একটা ক্লিক করবেন।
  • দ্বিতীয়, আপনার ব্লাগারের Template ব্যাকআপ করে নিবেন। কারন, আপনি যখন কোড ব্লগার টেমপ্লেটে ব্যবহার করবেন। তখন আপনার ভূল হতে ও পারে। এইজন্য, ব্লাগারের টেমপ্লেট কাস্টমাইজেশন করার আগে, টেমপ্লেটের ব্যাকআপ দিয়ে নিবেন। নিজের ব্লগারের টেমপ্লেট কাস্টমাইজেশন সেফটির জন্য।
  • তৃতীয়, আপনার সাইটে যতগুলো, Google Adsence এর কোড আছে। সেই সব গুলো কোর্ রিমুভ করে নিবেন।
  • চতুর্থ, নিচের কোর্ডটি আপনার ব্লাগার ওয়েবসাইটের থিমের <Head>Tag এ বসাবেন। এখন, এই কোর্ড থেকে আপনার Google Adsence এর Publisher ID টি পরিবর্তন করে নিবেন এবং নিজের Adsence একাউন্টের Publisher ID টি কপি করে, আমাদের দেওয়া কোর্ডটির থেকে পরিবর্তন করে নিবেন।  
  • Code Here
  • পঞ্চম, আপনার ব্লাগার থিমটি ইডেট করা হয়ে গেলে, ডান সাইটে সেভে ক্লিক করে সেভ করে নিবেন। এখন, আপনার সাইটে Lazyload Adsence ব্যবহার করা হয়ে গেল। আপনি Adsence এর Auto Ads On করলে, আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সসের বিঙ্গাপন সো করবে।

এখন, যদি আপনি মেনুয়ালি Google Adsence Code ব্যবহার করতে চান। তাহলে, আপনাকে আরো একটি ছোট কাজ করতে হবে।

আপনারা উপরের ছবিতে, যে কোডটি দেখতে পাচ্ছেন। সেটি গুগল অ্যাডসেন্স এর ডিফল্ট কোড। আপনি মনে করতে পারেন দুটি ভিন্ন কোড। আপনারা প্রথম লাল রং এর কোড এর ভিতরের কোডটি <script থেকে </script> পর্যন্ত কোড গুলো বাদ দিতে হবে।

এবার, বাকি নিল রং এর কোড টুকু ব্যবহার করবেন। আপনার ব্লগার লেআউটের Java Script এ। যদি আপনি মেনুয়ালি অ্যাডসেন্স কোড বসাতে চান, আপনার ব্লগার ওয়েবসাইটে।

উপসংহারঃ আশাকরি, আপনারা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে, সব কিছু বুঝতে পারবেন। আর! যদি কোন কিছু বুঝতে অসুবিধে হয়, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url