নগদ থেকে টাকা তোলার নিয়ম | How to Withdraw Nagad Account Balance

নগদ থেকে টাকা তোলার নিয়ম | How to Withdraw Nagad Account Balance | নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম - হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি  সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব " নগদ একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম " নিয়ে বিস্তারিত আলোচনা করব।
নগদ থেকে টাকা তোলার নিয়ম
নগদ থেকে টাকা তোলার নিয়ম 
আজকে নগদ একাউন্ট থেকে টাকা তোলার সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে, খুব সহজে নগদ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। নগদ থেকে সাধারনত দুই ভাবে টাকা তোলা যায়।

নগদ থেকে টাকা তোলার নিয়ম

আপনারা হয়ত জানেন। নগদ একাউন্ট থেকে দুই ভাবে টাকা তোলা যায়। প্রথম নিয়ম হল - *১৬৭# ডায়াল করে টাকা তোলা যায়। দ্বিতীয়টি হল - নগদ অ্যাপসের মাধ্যমে টাকা তোলা যায়।

বাটনফোন থেকে নগদের টাকা তোলার নিয়ম

আপনারা যারা বাটনফোন ব্যবহার করেন। তারা খুবই সহজে নগদ USSD কোড *167# ডায়াল করে, এজেন্ট থেকে টাকা তুলতে পারবেন। এবার, চলুন বলি। কিভাবে USSD কোড ডায়াল করে নগদ থেকে টাকা তুলতে হয়।
  •  প্রথমে, আপনার বাটন ফোন থেকে ডায়াল করতে হবে, *167# এবং যে সিমটিতে নগদ একাউন্ট খুলা হয়েছে সেটিতে কল করুন।
  • এরপর, আপনার বাটনফোনের মোবাইলেরর স্ক্রিনে কিছু অপশন চলে আসবে। প্রথম অপশনটি ক্যাশ আউট করতে, 1 নাম্বার (ক্যাশ আউট) নির্বাচন করুন।  এবার Reply এ ক্লিক করুন এবং 1 টাইপ করুন এবং Send বাটনে ক্লিক করুন।
  • তারপর, আপনার বাটনফোনের স্ক্রিনে যে অপশনটি দেখাবে, সেখানে আপনার এজেন্ট নাম্বার দিতে হবে (দোকানদারের নাম্বার) অর্থাৎ যে নাম্বারে আপনি ক্যাশ আউট করতে চাচ্ছেন।
  • এখন আপনার বাটনফোনের স্ক্রিনে যে অপশনটি আসবে সেখানে আপনাকে আপনার টাকার পরিমাণ লিখতে হবে। আপনি যে পরিমাণ টাকা তুলতে চান সেটি লিখতে হবে।  এর জন্য, রিপ্লে বাটনে ক্লিক করুন, পরিমাণ লিখুন এবং Send বাটনে ক্লিক করুন।
  • তারপর, আপনার বাটনফোনের স্ক্রিনে যে অপশনটি আসবে, সেখানে আপনাকে আপনার নগদ একাউন্টের ৪ ডিজিটের গোপন পিন নাম্বার লিখতে হবে। এর জন্য রিপ্লাই বাটনে ক্লিক করে পিন নাম্বার বসিয়ে সেন্ড বাটনে চাপ দিন।
এবার, দেখবেন আপনার টাকাটি নগদ এজেন্টের নাম্বারে চলে যাবে। আশাকরি, বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন।

নগদ অ্যাপস থেকে টাকা তোলার উপায়

প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোর থেকে নগদের অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর বিস্তারিত স্টেপ গুলো নিচে দেওয়া হল।
  • অ্যাপটি ইনস্টল করার পর, আপনাকে প্রথমে নগদ নাম্বরটা দিয়ে লগইন করে নিতে হবে।
  • তারপর, লগইন করা হয়ে গেলে। ৪ ডিজিটের পিন দিতে হবে।
  • তারপর, ক্যাশ আউট অপসানটি ক্লিক করুন।
  • তারপর, এজেন্টের নাম্বরটা লিখতে হবে। মানে যার নাম্বারে ক্যাশ আউট করবেন তার নাম্বার। আর! এজেন্ট নাম্বারে ছাড়া ক্যাশ আউট করা যায় না।
  • তারপর, কত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমান লিখতে হবে।
  • তারপর, নগদের পিন দিতে হবে। তারপর, একটি অপসান দিবে চাপ দিলে টাকা ক্যাশ আউট হয়ে যাবে।
শেষকথাঃ আপনারা, আশাকরি বুঝতে পেরেছেন। কিভাবে নগদ থেকে টাকা তোলা যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url