এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩ | SSC Result 2023 with Marksheet
![]() |
এসএসসি রেজাল্ট চেক ২০২৩ |
আপনি যদি আজকের, পোস্টটি প্রতিটি কথা বা স্টেপ ফলো করেন। তাহলে, আপনি খুবই সহজে আপনার রেজাল্ট মার্কসিটসহ বের করতে পারবেন।
এসএসসি রেজাল্ট চেক করার উপায় ২০২৩
এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হল, অনলাইনের মাধ্যমে। এবার দ্বিতীয় উপায়টি হলো, এসএমএস এর মাধ্যামে।
এসএসসি রেজাল্ট মার্কশিটসহ দেখার নিয়ম ২০২৩
এসএসসি পরিক্ষার রেজাল্ট মার্কশিটসহ দেখার সহজ উপায় হল। আপনাকে প্রথমে, http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাহলে, আপনি এসএসসি পরিক্ষার রেজাল্ট মার্কশিটসহ দেখতে পাবেন। নিচের স্কিনসর্টটি ভালোভাবে লক্ষ্য করুন। বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
![]() |
এসএসসি রেজাল্ট চেক |
আপনাকে প্রথমে, Examination এ SSC/Dakhil নির্বাচন করতে হবে। তারপর, আপনার পরিক্ষার সাল দিতে হবে। এবার, আপনার Board টি সিলেক্ট করতে হবে। তারপর, রোল নং এবং রেজিস্টার নং দিতে হবে। তারপর, বাম পাশে যে সংখ্যা দুটি দেখা যাবে। তার যোগফল লিখতে হবে। তারপর, Submit এ ক্লিক করতে হবে। Submit বাটনে ক্লিক করলে, ৫-১০ সেকেন্ড লোডিং হবে। তারপর, এসএসসি পরিক্ষার রেজাল্ট মার্কশিটসহ খুব সহজে দেখতে পাবেন।