অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম ২০২৩ | Android TV Box Price in Bangladesh

অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম | টিভি বক্সের দাম কত | টিভি বক্স - হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে শেয়ার করব। অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম ও রিভিউ নিয়ে।

Android TV Box Price in Bangladesh
Android TV Box Price in Bangladesh

অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম ও রিভিউ নিয়ে আজকের পোস্টে আলোচনা করব। আজকে ৫ টি অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম ও রিভিউ করব। সাধারনত অ্যান্ড্রয়েড টিভি বক্সের সর্বনিন্ম দাম ৩০০০ টাকা থেকে শুরু হবে ২০২৩ সালে।

সেরা ৫ টি অ্যান্ড্রয়েড টিভি বক্স

আমরা ৫ টি টিভি বক্সের নাম নিচে শেয়ার করব। আপনারা চাইলে, আজকের এই ৫ টি অ্যান্ড্রয়েড  টিভি বক্স থেকে আপনার পচ্ছেন্দের মত একটি বেছে নিতে পারেন।

  1. X96 Android TV BOX Mini
  2. Xiaomi Mi TV Box S (Global Version)
  3. MX10 4K TV Box
  4. Tanix TX6-A Android Tv Box
  5. H96 Max X3 8K Smart TV Box

1. X96 Android TV BOX Mini

X96 Android TV BOX Mini টিভি বক্সটির দাম মাত্র ৳৩,৫০০ টাকা। আপনারা এই টিভি বক্সটি BDShop.Com এ পেয়ে যাবেন। টিভি বক্সটির বেশ কিছু ফিচার আমার অনেকটা ভালো লেগেছে। এই টিভি বক্সটি দিয়ে 4K রেজুলেশনের ভিডিও দেখতে পাবেন। এছাড়া, থাকছে Android 6.0 এর সাপোর্ট। আর, বাকি ফিচার গুলো নিচে দেওয়া হয়েছে।

X96 Android TV BOX Mini
X96 Android TV BOX Mini

X96 Android TV BOX Mini Features

  • X96 4K Android TV Box
  • Model: X96 
  • Type: Mini PC,TV Box
  • Ram: 2GB
  • Rom: 16GB
  • System: Android 6.0 
  • Processor: S905X 
  • Core: 2.0GHz,Quad Core 
  • GPU: Mali-450 MP 

2. Xiaomi Mi TV Box S (Global Version)

Xiaomi Mi TV Box S (Global Version) টিভি বক্সটির দাম মাত্র ৳৫,৮০০ টাকা। এই টিভি বক্সটি ও আপনারা বিডিশপে পেয়ে যাবেন। আপনারা চাইলে, যে কোন গ্যাজেটের দোকান থেকে ক্রয় করতে পারেন। এছাড়া, টিভি বক্সটিতে ২ জিবি রেম এবং ৮ জিবি রেম পেয়ে যাচ্ছেন। এই টিভি বক্সে Android 8.1 এর সাপোর্ট পাচ্ছেন। এছাড়া, 4K রেজুলেশনের ভিডিও দেখতে পাবেন। বাকি ফিচার গুলো নিচে দেওয়া হল।

Xiaomi Mi TV Box S (Global Version)
Xiaomi Mi TV Box S (Global Version)

Xiaomi Mi TV Box S Features

  • Original Xiaomi Mi TV Box S
  • Google Chromecast in-built (Screen Mirroring)
  • 4K HDR Supported
  • Google Voice Assistant Supported
  • 6 Month Warranty
  • Ram: 2GB
  • Rom: 8GB
  • System: Android 8.1

3. MX10 4K TV Box

MX10 4K টিভি বক্সটির বর্তমান বাজার মূল্য মাত্র ৳৪,০০০ টাকা। টিভি বক্সটি বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। এছাড়া, যে কোন দোকানে পেয়ে যাবেন। টিভি বক্সটিতে 4K রেজুলেশনের ভিডিও দেখতে পাবেন। এছাড়া টিভি বক্সটিতে ৪ জিবি রেম এবং ৩২ জিবি রোম পেয়ে যাবেন। বাকি ফিচার গুলো নিচে দেওয়া হল।

MX10 4K TV Box
MX10 4K TV Box

MX10 4K TV Box Features

  • MX10 4K Android TV Box
  • Model: MX 10 
  • Type: TV Box
  • Ram: 4GB
  • Rom: 32GB
  • System: Android 9.0 
  • Processor: RK3328
  • Core: ARM Cortex-A53
  • GPU: Mali T720

4. Tanix TX6-A Android Tv Box

TX6-A Android টিভি বক্সটির দাম মাত্র ৳৪,২০০ টাকা। টিভি বক্সটি যে কোন অনলাইন সপে পেয়ে যাবেন। এছাড়া, আপনাদের আশেপাশের দোকান গুলোয় পেয়ে যাবেন খুবই সহজে। টিভি বক্সটিতে ৪ জিবি রেম ও রোম থাকছে ৩২ জিবি। এছাড়া, টিভি বক্সটিতে 4K রেজুলেশনের ভিডিও দেখতে পাবেন। বাকি ফিচার গুলো নিচে দেওয়া হল।

Tanix TX6-A Android Tv Box
Tanix TX6-A Android Tv Box

Tanix TX6-A Android Tv Box Features

  • Android 9.0 operation system
  • Allwinner H6 CPU, up to 1.5GHz, Quad core, ARM Cortex-A53
  • Mali T720 GPU
  • 4GB DDR3 RAM + 32GB  EMMC ROM
  • 2.4GHz- WiFi
  • 100Mbps Ethernet
  • Support 4K ultra HD image display
  • Support H.265 decoding

5. H96 Max X3 8K Smart TV Box

H96 Max X3 টিভি বক্সটির বর্তমান দাম মাত্র ৳৩,৬০০ টাকা। আপনারা এই টিভি বক্সটি BDShop.Com এ পেয়ে যাবেন। টিভি বক্সটিতে 8k ভিডিও দেখা যাবে। এটা সবথেকে ভালো লেগেছে, আমাদের কাছে। এত কম দামে 8K ভাবা যায় না। এছাড়া, বাড়তি ফিচার গুলো নিচে দেওয়া হল।

H96 Max X3 8K Smart TV Box
H96 Max X3 8K Smart TV Box

H96 Max X3 8K Smart TV Box Features

  • H96 Max X3 Android TV Box
  • Model: H96 Max X3
  • Type: TV Box
  • Ram: 4GB
  • Rom: 32/64GB
  • System: Android 9.0 
  • Processor: G31™ MP2
  • GPU: Amlogic S905x3

শেষকথাঃ আশাকরি, আজকের পেস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। আর! আপনারা উপরের উল্লেখিত দামে যদি টিভি বক্স গুলো ক্রয় করতে চান। তাহলে, BDShop.Com এ পন্য গুলো অডার করতে পারেন। বিডিশপে সব থেকে কম দামে অরজিনাল প্রডার্ক্ট গুলো পাবেন। যদি, আজকের পোস্টটি ভালো লাগে। তাহলে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url