Xiaomi Poco X5 Pro দাম কত বাংলাদেশে | Xiaomi Poco X5 Pro Price in Bangladesh

হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। Xiaomi Poco X5 Pro দাম কত টাকা বাংলাদেশে। এছাড়া, Xiaomi Poco X5 Pro মোবাইল ফোনটির সম্পূর্ন স্পেসিফিকেশন নিয়ে।

Xiaomi Poco X5 Pro Price in Bangladesh
Xiaomi Poco X5 Pro

পোকো x5 প্রো ফোনটির বাংলাদেশ দাম ও ফোনটির সম্পূর্ন স্পেসিফিকেশন নিয়ে আজকের আর্টিকেলটিতে আলোচনা করব।

Xiaomi Poco X5 Pro দাম কত বাংলাদেশে

Xiaomi Poco X5 Pro মোবাইলের দাম বাংলাদেশে ৳২৯,৯৯৯ টাকা (Exp.)। Xiaomi Poco X5 Pro মোবাইলে রয়েছে, Snapdragon 778G 5G (6 nm) চিপসেট। এছাড়া, রেম থাকবে ৬/৮ জিবি এবং রোম থাকছে, ৬৪/১২৮/২৫৬ জিবি। গেমিং এর জন্য ফোনটা খুবই ভালো হবে।

Xiaomi Poco X5 Pro Price in Bangladesh

Xiaomi Poco X5 Pro mobile price in Bangladesh is Tk 29,999 (Exp.). Xiaomi Poco X5 Pro mobile has, Snapdragon 778G 5G (6 nm) chipset. Besides, RAM will be 6/8 GB, and ROM will be 64/128/256 GB. The phone will be great for gaming.

Xiaomi Poco X5 Pro Full Specifications

Xiaomi Poco X5 Pro মোবাইল ফোনটিতে ৩জি, ৪জি এবং ৫জি সাপোর্ট করবে। এছাড়া, ফোনটির ওজন মাত্র ১৮১ গ্রাম এবং ফোনটির ডিসপ্লেতে রয়েছে,  Gorilla Glass 5 এর সাপোর্ট যেটি ফোনটির ডিসপ্ল মজবুদ করবে। এছাড়া, IP53 থাকবে। যেটি আপনার ফোনকে, ডাস্ট থেকে মুক্ত রাখবে। আই মিন টু সে, মোবাইলের ভিতরে কোন ধূলাবালি প্রবেশ করবে না।

Xiaomi Poco X5 Pro ফোনটির ডিসপ্লে থাকছে, ৬.৬৭ ইঞ্চি এবং ডিসপ্লে টাইপ Super AMOLED যেটা খুবই অসাধারন একটি ডিসপ্লের কমবিনেশন হবে। এছাড়া, ডিসপ্লেতে 120hz রিফ্রেস রেট সাপোর্ট করবে। যেটা আপনার গেমিং জন্য হেল্প করবে।

Xiaomi Poco X5 Pro ফোনটির প্রসেসর হিসাবে Octa-core (1x2.4 GHz Cortex-A78 & 3x2.2 GHz Cortex-A78 & 4x1.9 GHz Cortex-A55) থাকছে। এছাড়া, ফোনটির চিপসেট হিসাবে Qualcomm SM7325 Snapdragon 778G 5G (6 nm) থাকছে। এছাড়া, সাথে Android 11, MIUI for POCO তো থাকবেই। জিপিইউ হিসাবে Adreno 642L থাকছে।

Xiaomi Poco X5 Pro ফোনটির মেইন ক্যামেরা 108 MP, f/1.9, (wide), 1/1.52", 0.7µm, PDAF/8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4", 1.12µm 2 MP, f/2.4, (macro) থাকছে এবং সেলফি ক্যামেরা 16 MP, f/2.5, (wide), 1/3.06" 1.0µm থাকবে। উভয় ক্যামেরা দিয়ে, 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অডিও জ্যাক রয়েছে। কোন মেমরি কার্ডের স্লট নেই।

Xiaomi Poco X5 Pro ফোনটিতে ব্যাটারি Li-Po 5000 mAh, non-removable থাকছে। এছাড়া, 67W দ্রুত চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া, সব গুলো সেন্সর রয়েছে।

শেষকথাঃ আশাকরি, Xiaomi Poco X5 Pro মোবাইল ফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা সবাই, যে কোন মোবাইল ক্রয় করার আগে ভেবে চিন্তে দেখবেন। বাকিটা আল্লাহ ভরসা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url