Monali Thakur: মোনালিকে ‘প্লাস্টিক সুন্দরী’ বলে কটাক্ষ নেটিজেনদের, সত্যি সার্জারি নাকি ফিল্টার?

Monali Thakur Surgery Face
Monali Thakur Surgery Face

হ্যালো, নেটিজেনরা। কেমন আছেন সবাই। আশাকরি, খুবই রেগে আছেন। মোনালি চেহারা দেখে আপনারা রেগে গেছেন। কিন্তু! কি আর করার, সুখে খেলে ভূতে কিলায়। একটা কথা আছে।

নায়ক-নায়িকারা নিজেদের সৌন্দর্য বাড়াতে নানান ধরনের চিকিৎসক পরীক্ষা চালাতেই থাকেন। কেউ ব্যস্ত নাক সুন্দর করতে। আবার, কেউ  ব্যাস্ত ঠোঁট কিংবা পুরো মুখমণ্ডলের। আর! এর কারণে! মাঝে মধ্যে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছে সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। তার মুখ দেখে ছোট বড় সবাই মজা করছে। তাকে দেখতে আগে যেমনটা ছিল, এখন তার ব্যাতিক্রম।

বর্তমানে একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন এই গায়িকা। আর! সেই রিয়্যালিটি সেট থেকেই নিজের একটি ছবি তুলে পোস্ট করেন তিনি। ওই সেলফিতে দেখা যাচ্ছে, মোনালির পরনে রয়েছে অরেঞ্জ ও কালো রঙের প্রিন্টেড শাড়ি, কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই ভাবে নিজেকে সাজিয়েছিলেন তিনি। আর! তার সেই সেলফি পোস্ট করতেই নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে গায়িকার কমেন্টবক্সে।

সুত্রঃ Monali Thakur

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url