রেলওয়ে নিয়োগ সহায়িকা বই PDF (নতুন সংস্করণ) | Bangladesh Railway Niyog Sohayika Book PDF

রেলওয়ে নিয়োগ সহায়িকা বই pdf - হ্যলো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেলওয়ে নিয়োগ সহায়িকা বই pdf Download।এছাড়া, আমাদের ওয়েবসাইট থেকে রেলওয়ে চাকরী পরীক্ষার প্রশ্ন ও সমাধান পড়তে পারবেন।

রেলওয়ে নিয়োগ সহায়িকা বই pdf
রেলওয়ে নিয়োগ সহায়িকা বই pdf

আপনাদের রেলওয়ে ২০ তম গ্রেড এর সকল পরীক্ষার জন্য, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সহায়িকা বই ক্রয় করতে হবে না। আপনারা যদি, আমাদের আজকের পোস্টটি সম্পূর্ন পড়েন। তাহলে, আপনি রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন সম্পূর্কে মোটামোটি একটা ধারনা পাবেন।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সহায়িকা PDF বই ২০২৩

১. ‘হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

(ক). মিলনার্থে          (খ). বিপরীতার্থে

(গ). বিরোধার্থে          (ঘ). সমার্থে

উত্তরঃ (ঘ). সমার্থে।

ব্যাখ্যাঃ 'হাট-বাজার' সমার্থে দ্বদ্ব সমাস হয়। বিপরীতার্থক- আয়-ব্যয়, মিলনার্থে- মাসি-পিসি, বিরোধার্থে দা-কুমড়া।

২. কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে?

(ক). আদায় কাঁচকলা          (খ). দুধের মাছি

(গ). সাপে-নেউলে                (ঘ). দা-কুমড়ো

উত্তরঃ (খ). দুধের মাছি।

ব্যাখ্যাঃ 'দুধের মাছি' বাগধারার অর্থ 'সুসময়ের বন্ধু'। অন্যদিকে আদায় কাঁচকলায়, সাপে-নেউলে' এবং 'দা- কুমড়া' তিনটি বাগধারার অর্থই শত্রুতা'।

৩. The Author of the 'Taming of the Shrew'-

(ক). G.B. Shaw         (খ). T.S Eliot

(গ). Shakespeare     (ঘ). Milton

উত্তরঃ Shakespeare

ব্যাখ্যাঃ Taming of the Shrew' - William Shakespeare এর একটি Play (Comedy)। প্রদও Play এর অন্যতম চরিত্রগুলো হচ্ছে- Katherina (kate), Mirola, petrachio, Gremio ইত্যাদি।

৪. His proposal was found - Conformity with our office regulations.

(ক). at          (খ). with

(গ). on          (ঘ). in

উত্তরঃ (ঘ). in

ব্যাখ্যাঃ In with Conformity অর্থ Acording to অথবা অনুসারে। সুতরাং শূণ্যস্থানে অবশ্যই in বসবে।

৫. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?

(ক). ছড়ার শব্দ          (খ). শব্দের দ্বিরুক্তি

(গ). ধ্বন্যাত্মক শব্দ     (ঘ). পদের দ্বিরুক্তি

উত্তরঃ (গ). ধ্বন্যাত্মক শব্দ।

ব্যাখ্যাঃ 'টাপুর টুপুর" ধন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ। অন্যদিকে শব্দের দ্বিরুক্ত- ভালো ভালো ফল, খেলা-ধুলা করা স্বাস্থ্যকর। পদের দ্বিরুক্তি - রাশি রাশি ধান, ধীরে ধীরে চলো।

৬. রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?

(ক). কাব্যগ্রন্থ          (খ). নাটক

(গ). উপন্যাস           (ঘ). প্রহসন

উত্তরঃ কাব্যগ্রন্থ।

ব্যাখ্যাঃ 'পুনশ্চ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গদ্যছন্দের কাব্যগ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য নাটক- ডাকঘর, বিসর্জন, রক্তকরবী, উপন্যাস- 'চোখের বালি, গোরা, শেষের কবিতা', প্রহসন - 'গোড়ায় গলদ, শেষরক্ষা'।

৭. কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়?

(ক). সরল ক্রিয়া          (খ). প্রযোজক ক্রিয়া

(গ). নাম ক্রিয়া            (ঘ). যৌগিক ক্রিয়া

উত্তরঃ (খ). প্রযোজক ক্রিয়া।

ব্যাখ্যাঃ যে ক্রিয়া একজনের প্রয়োজনায় অন্যের দ্বারা সংঘটিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। সংস্কৃত ব্যাকরণে এক নিজন্ত ক্রিয়াও বলে। যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমনঃ ঘটনা শুনে রাখ।

জয়কলি রেলওয়ে নিয়োগ সহায়িকা বই PDF Download

বই বিবরন
বইয়ের নামঃ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সহায়িকা 
লেখকঃ জয়কলি সম্পাদনা পরিষদ
প্রকশনাঃ জয়কলি পাবলিকেশন্স লিঃ
পেজঃ ৫৬৮
সাইজঃ the Bird

Railway Niyog Sohayika PDF Download

উপসংহারঃ

আশাকরি, আপনারা খুবই সহজে আমাদের ওয়েবসাইট থেকে রেলওয়ে নিয়োগ সহায়িকা বই PDF ফাইলটি ডাওনলোড করতে পেরেছেন। আমাদের ওয়েবসাইট কোন ধরনের পিডিএফ ফাইল তৈরি করে না। ইতিমধ্যে ইন্টারনেট এ যে সমস্ত পিডিএফ বইয়ের ফাইল গুলো শেয়ার করা হয়েছে। আমরা শুধুমাত্র সেই সকল বই গুলোর পিডিএফ ফাইলগুলো শেয়ার করে থাকি। ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url