Samsung Galaxy S23 Ultra দাম কত বাংলাদেশে | Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh

হ্যালো, প্রিয় বন্ধুরা। কেমন আছ সবাই। আশাকরি, সকলেই আল্লহর দোয়াই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। Samsung Galaxy S23 Ultra দাম কত বাংলাদেশে।

Samsung Galaxy S23 Ultra Reviews
Samsung Galaxy S23 Ultra Reviews

আপনারা খুবই সহজে Samsung Galaxy S23 Ultra স্মার্ট ফোনটির দাম ও ফিচার নিয়ে আলোচনা করব। আপনারা এই মোবাইল ফোনটি বাংলাদেশে অফিশিয়াল ভাবে ক্রয় করতে পারবেন।

Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh

Samsung Galaxy S23 Ultra (১২/২৫৬ জিবি) মোবাইল ফোনটির দাম মাত্র ৳১৯৭,৯৯৯ টাকা। এছাড়া Samsung Galaxy S23 Ultra (১২/২৫৬ জিবি) ভেরিয়েন্টের দাম মাত্র ৳২১৪,৯৯৯ টাকা। এই স্মার্ট ফোনটি আপনারা বাংলাদেশে অফিশিয়াল ভাবে ক্রয় করতে পারবেন।

Samsung Galaxy S23 Ultra Full Specifications

আমরা এবার Samsung Galaxy S23 Ultra সব গুলো ফিচার নিয়ে আলোচনা করব। তো, প্রথমে ফোনটি February 17, 2023 তারিখে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হয়। এছাড়া, ফোনটি ৮টি রং এ (Phantom Black, Green, Cream, Lavender, Graphite, Sky Blue, Lime, Red) পাওয়া যাবে।

Samsung Galaxy S23 Ultra Connectivity Review

এবার আমরা ফোনটির Connectivity নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটিতে ২ জি, ৩ জি, ৪ জি ও ৫ জি সাপোর্ট করবে। যেটির কারনে, ফোনটিকে Future ফোন বলা যেতে পারে। এছাড়া, ফোনটিতে ডুয়েল ন্যানো সিম/ই-সিম সাপোর্ট করবে।

এবার, ফোনটির Bluetooth ভারসন v5.3, A2DP, LE থাকবে। এছাড়া, GPS সাপোর্ট তো থাকবে। প্রতিবারের মত ফোনটিতে FM রেডিও থাকবে না। USB v3.2 সাপোর্ট করবে এবং OTG, NFC & USB Type-C সাপোর্ট রয়েছে।

Samsung Galaxy S23 Ultra Body Review

এবার আমরা স্মার্ট ফোনটির Body নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Punch-hole টাইপের বডি ফ্রেম। এছাড়া, ফোনটির ডিসপ্লে প্রটেক্ট Gorilla Glass Victus 2 front & back, armour aluminum frame with tougher drop & scratch resistance করবে। এবার ফোনটিতে ওটারপ্রুফ IP68 dust / waterproof (up to 1.5m for 30 mins). ফোনটির Dimensions হিসাবে 163.4 x 78.1 x 8.9 millimeters রয়েছে। এছাড়া, ফোনটির ওজন মাত্র 234 grams.

Samsung Galaxy S23 Ultra Dispaly Review

তো চলেন, এবার ফোনটির ডিসপ্লে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ফোনটিতে 6.8 ইঞ্চির Dynamic AMOLED 2X Touchscreen ব্যবহার করা হয়েছে। ফোনটির রেজুলেশন Quad HD+ 1440 x 3088 pixels (501 ppi) থাকবে। এছাড়া, ফোনটিকে প্রটেকশন Corning Gorilla Glass Victus 2 করবে। এছাড়া, ফোনটিতে HDR10+, Always-on display, 120Hz, 1750 nits max. brightness সাপোর্ট থাকবে।

Samsung Galaxy S23 Ultra Camera Review

এখন, আলোচনা করব ফোনটির ক্যামেরা নিয়ে। Samsung Galaxy s23 Ultra ফোনটির পিছনে Quad 200+10+10+12 Megapixel 4 টি ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরা দিয়ে 8K (4320p), HDR10+, Super Steady Video, stereo sound rec., gyro-EIS ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া, বাড়তি ফিচার  Laser AF, periscope telephoto, OIS, ultrawide, 10x optical zoom & more তো থাকছে। এবার চলেন, সেলফি ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি। Samsung Galaxy s23 Ultra সেলফি ক্যামেরা  12 Megapixel এর এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা Ultra HD 4K (2160p), auto-HDR, dual-video call রেকর্ড করতে পারবেন। এছাড়া, বাড়তি ফিচার F/2.2, dual-pixel PDAF & more রয়েছে।

Samsung Galaxy S23 Ultra Battary Review

এবার আমরা Samsung Galaxy S23 Ultra ব্যাটারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। Samsung Galaxy s23 Ultra ফোনটিতে Lithium-ion 5000 mAh (non-removable) রয়েছে। এছাড়া, 45W Fast Charging (65% in 30 minutes) & Qi/PMA Wireless Charging রয়েছে। Reverse Charge সাপোর্ট 4.5W Reverse Wireless Charging করবে।

Samsung Galaxy S23 Ultra Performance Review

আমরা এবার ফোনটির Performance নিয়ে বিস্তারিত আলোচনা করব। Samsung Galaxy s23 Ultra ফোনটির অপারেটিং সিস্টেম Android 13 (One UI 5.1) থাকবে। চিপসেট হিসাবে Qualcomm Snapdragon 8 Gen 2 (4 nm) থাকবে। রেম ৮/১২ জিবি ও রোম 256 / 512 GB / 1 TB (UFS 4.0) থাকবে। প্রসেসর Octa core, up to 3.36 GHz থাকবে। GPU হিসাবে Adreno 740 থাকবে।

সর্বশেষ ফোনটিতে থাকবে না কোন MicroSD Slot এবং 3.5mm Jack. যেটি আপনারা হয়ত সব ফ্লাগসিপ ফোন গুলোয় দেখতে পাবেন। এছাড়া, In-display (ultrasonic) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়া, প্রয়োজনীয় সকল কিছু এই ফোনটিতে রয়েছে।

সর্তকতাঃ আপনারা অবশ্যই একটি দামি ফোন ক্রয় করার আগে ভেবে চিন্তে ফোনটি ক্রয় করবেন। কারন, একবার ফোনটি ক্রয় করা হয়ে গেলে। পরে আর কিছু করার থাকে না। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা Samsung Galaxy S23 Ultra স্মার্ট ফোনটির বিষয় বিস্তারিত জানতে পেরেছেন। আমরা যদি, আমাদের আর্টিকেলটিতে কোন ভূল বা মিসটেক করে থাকি। তাহলে, অবশ্যই আমাদের কমেন্টবক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর! হ্যাঁ। আজকের আর্টিকেলটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে আর্টিকেলটি শেয়ার করুন। ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url